বাংলাদেশ, জেলার সংবাদ

ভোলায় মাহফিলে যাওয়ার পথে বাস চাপায় শ্যালক ও দুলাভাই নিহত

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার লালমোহন উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহতরা হলেন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল কালাম (৪৫) এবং তার দুলাভাই মো. অলি উল্যাহ ডুবাই। দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে রাখে।

 

স্থানীয় সূত্রে ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আবুল কালাম মাতাব্বর ও তার দুলাভাই অলি উল্যাহ ডুবাই গজারিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে কর্তারহাট এলাকায় একটি মাহফিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। পথিমধ্যে তারা ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ চরফ্যাশন থেকে ভোলাগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শ্যালক আবুল কালাম এবং দুলাভাই অলি উল্যাহর মৃত্যু হয়। 

 

চোখের সামনে এমন মর্মান্তিক মৃত্যু দেখে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে। তারা তাৎক্ষণিকভাবে বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে, যার ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

পরবর্তীতে লালমোহন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। এছাড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত বাসটি বর্তমানে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন