মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং গত দুই দিন ধরে একটানা মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে জেলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার (১০ই জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী উত্তাল থাকায় থেকে টানা সাত দিন ধরে জেলার ১০টি অভ্যন্তরীণ ও দূরপাল্লার নৌ-রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
ভোলা আবহাওয়া অফিস জানিয়েছে, গত দুই দিনে জেলায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ৯৬.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারি বর্ষণের ফলে শহরের রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং বিশেষ করে খেটে খাওয়া ও কর্মজীবী মানুষজন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
এদিকে, মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল থাকায় কর্তৃপক্ষ ভোলা-লক্ষ্মীপুর, ঢাকা-মনপুরাসহ জেলার অভ্যন্তরীণ মোট ১০টি রুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে। টানা এক সপ্তাহ ধরে নৌযোগাযোগ বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন এবং চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
তবে, এই পরিস্থিতিতে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল এখনও স্বাভাবিক রয়েছে। লঞ্চ ও সি-ট্রাক বন্ধ থাকায় যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ফেরিতেই নদী পারাপার হচ্ছেন। এতে ফেরিগুলোতে যাত্রীদের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
ডিবিসি/এএনটি