বাংলাদেশ, জেলার সংবাদ

ভোলায় ‘শহিদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স’ হস্তান্তর করলেন নৌ-উপদেষ্টা

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় রোগী পরিবহনের সুবিধার্থে ‘শহিদ ওসমান হাদি’ নামের একটি ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১৯শে ডিসেম্বর) দুপুরে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা প্রশাসনের হাতে অ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন তিনি।

 

২০২৪ সালের গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে স্মরণীয় করে রাখতে এই নৌযানটির নামকরণ করা হয়েছে ‘শহিদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স’। দ্বীপবাসীর জরুরি স্বাস্থ্যসেবায় দ্রুতগামী এই নৌ অ্যাম্বুলেন্সটি যুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। চাবি হস্তান্তরের পাশাপাশি উপদেষ্টা মনপুরার বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

 

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. মিজানুর রহমান, মনপুরা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. এমাদুল হোসেন, বিআইডব্লিউটিএর বরিশাল অঞ্চলের যুগ্ম পরিচালক এবং তজুমদ্দিন ও লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন