বাংলাদেশ, জেলার সংবাদ

ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি জুন্নু, সম্পাদক হেলাল

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এর নির্বাচনে নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি জুন্নু রায়হান সভাপতি এবং গাজী টিভির জেলা প্রতিনিধি হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১২ই ডিসেম্বর) ভোলা প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল হক অনু, নির্বাচন কমিশনার নাসির উদ্দিন লিটন ও অচিন্ত্য মজুমদারকে সাথে নিয়ে বিকেলে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

কার্যনির্বাহী কমিটির ১১টি পদের বিপরীতে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন: ৭১ টেলিভিশনের কামরুল ইসলাম (সহ-সভাপতি) এবং মাই টিভির আরিফ হোসেন লিটন (সহ-সাধারণ সম্পাদক)।

 

এছাড়াও, অর্থ সম্পাদক পদে যমুনা টিভির প্রতিনিধি জুয়েল সাহা, দপ্তর সম্পাদক পদে এখন টেলিভিশনের ইমতিয়াজুর রহমান, গবেষণা ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মোঃ মহিউদ্দিন, এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এটিএন নিউজের মঞ্জুর আলম নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহনা টিভির জসিম রানা, এটিএন বাংলার সিদ্দিকুল্লা, এবং দেশ টিভির ছোটন সাহা।

 

নির্বাচিত নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, "আমরা কেউই বিজয়ী হইনি এবং কেউই হেরে যাইনি। আমরা সবাই মিলে টেলিভিশন সাংবাদিকদের অধিকার রক্ষায় একসাথে কাজ করে যাব।"

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন