প্রত্যেক বছর ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনস ডে (Valentine's day) হিসেবে পালন করা হয়। এ সময়টায় যেন আকাশে বাতাসে ভালোবাসা ছড়িয়ে থাকে। ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে হলেও পুরো সপ্তাহটাই ভালোবাসার কোনও না কোনও দিবস হিসেবে পালন করা হয়। আর এই গোটা সপ্তাহকেই বলা হয় ভ্যালেন্টাইনস উইক। এই ৭ দিনে নানানভাবে নিজের ভালোবাসার প্রকাশ করেন সবাই।
ভ্যালেন্টাইনস সপ্তাহ ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়। সব থেকে প্রথমে দিনটি হলো রোজ ডে (Rose Day)। এরপর ৮ই ফেব্রুয়ারি প্রপোজ ডে (Propose Day), ৯ই ফেব্রুয়ারি চকোলেট ডে (Chocolate Day), ১০ই ফেব্রুয়ারি টেডি ডে (Teddy Day), ১১ই ফেব্রুয়ারি প্রমিস ডে (Promise Day), ১২ই ফেব্রুয়ারি হাগ ডে (Hug Day), ১৩ই ফেব্রুয়ারি কিস ডে (Kiss Day) আর সর্বশেষে ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে (Valentines Day) হিসাবে পালন করা হয়।
রোজ ডে (Rose Day) : ৭ই ফেব্রুয়ারি
সপ্তাহের প্রথম দিন রোজ ডে হিসেবে পালন করা হয়। প্রেমিক প্রেমিকা একে অপরকে লাল গোলাপ দেন। বন্ধুরা একে অপরকে হলুদ রঙের গোলাপ দেন। এবারের রোজ ডে পড়ে মঙ্গলবার।
প্রপোজ ডে (Propose Day) : ৮ই ফেব্রুয়ারি
নাম দেখেই বোঝা যাচ্ছে ভ্যালেন্টাইনস সপ্তাহের দ্বিতীয় দিন প্রেমিক প্রেমিকা একে অপরকে প্রপোজ করেন। নিজেদের ভালোবাসার প্রকাশ করেন একে অপরের সামনে। এবারের প্রপোজ ডে পড়েছে বুধবার
চকোলেট ডে (Chocolate Day) : ৯ই ফেব্রুয়ারি
রোজ ডেতে একে অপরকে গোলাপ ফুল দিয়ে আর প্রপোজ ডে তে একে অপরের ভালোবাসার প্রকাশ হওয়ার পর প্রেমিক প্রেমিকা ৯ই ফেব্রুয়ারি একে অপরকে চকলেট দিয়ে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। এবারের চকোলেট ডে পড়েছে বৃহঃস্পতিবার
টেডি ডে (Teddy Day) : ১০ই ফেব্রুয়ারি
টেডি ডে তে একে অপরকে তারা উপহার হিসেবে টেডি দেন। এই বিশেষ দিনটির জন্য বাজারে হরেক সাইজের টেডি বিয়ার্স পাওয়া যায়। এবারের টেডি ডে শুক্রবার।
প্রমিস ডে (Promise Day) : ১১ই ফেব্রুয়ারি
গোলাপ, প্রপোজ, চকলেট এবং টেডি ডে র পরে আসে প্রমিস ডে। এই দিন প্রেমিক এবং প্রেমিকা সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন। এবারের প্রমিজ ডে শনিবার।
হাগ ডে (Hug Day) : ১২ই ফেব্রুয়ারি
ভ্যালেন্টাইনস সপ্তাহের এই দিনটি প্রেমিক যুগল একে অপরকে আলিঙ্গন করেন। এবারের হাগ ডে রবিবার
কিস ডে (Kiss Day) : ১৩ই ফেব্রুয়ারি
১৪ ই ফেব্রুয়ারির ঠিক একদিন আগে হয় কিস ডে। এই দিন প্রেমিক যুগল একে অপরের ভালোবাসার প্রকাশ ঘটান চুম্বনের মাধ্যমে। এবারে এই দিনটি সোমবার পড়েছে।
ভ্যালেন্টাইনস ডে (Valentines Day) : ১৪ই ফেব্রয়ারি
ভ্যালেন্টাইনস সপ্তাহের শেষদিন হলো ১৪ ই ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইনস ডে হিসেবে পালন করা হয় এই দিনটিকে। প্রেমিক প্রেমিকা একে অপরের সঙ্গে বিশেষ ডেট প্ল্যান করেন, ছবি দেখতে যান, ঘুরে বেড়ান। এবারের এই দিনটি মঙ্গলবার।