বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

মওলানা ভাসানী না হলে শেখ মুজিব তৈরি হতেন না: নাহিদ ইসলাম

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে জুলাই ২০২৫ ০৭:২৫:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মওলানা ভাসানী না হলে শেখ মুজিব তৈরি হতেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তার দল মওলানা ভাসানীর আদর্শ ও পথ ধরেই দেশ গড়তে চায়।

আজ মঙ্গলবার (২৯শে জুলাই) টাঙ্গাইলে 'জুলাই পদযাত্রা' কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


টাঙ্গাইল পৌর শহরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের নিরালা মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় দলের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। 

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ধান এখন বড় বড় চাঁদাবাজ ও মাফিয়াদের মার্কা হিসেবে ব্যবহার হচ্ছে।


দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫ই আগস্টের পর গণমাধ্যমকে প্রোপাগান্ডার মেশিন হিসেবে ব্যবহার করলে পরিণতি ভাল হবে না।" তিনি গণমাধ্যমকে গণমানুষের পক্ষে কথা বলার আহ্বান জানান।


পদযাত্রায় নাহিদ ইসলাম রংপুরের গংগাচড়ায় হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি করেন। তিনি বলেন, এই হামলার পেছনে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উদ্দেশ্য কাজ করেছে।

 

টাঙ্গাইলের কর্মসূচি শেষে নেতারা গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় আরেকটি পদযাত্রায় যোগ দেন। সেখানে তারা অভিযোগ করেন, এনসিপি ও জুলাই গণঅভ্যুত্থানের শক্তিকে ভয় দেখাতে সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে।
 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন