বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন ওবায়দুল কাদের

মেহেদী হাসান কামরুল

ডিবিসি নিউজ

শুক্রবার ৬ই জানুয়ারী ২০২৩ ১০:৩৪:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি সামান্য আহত হন।

 

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয়  বাংলার পাদদেশে এই ঘটনা ঘটে। 

 

জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাবেক নেতাকর্মীদের মিলনমেলার আয়োজন করে।

এতে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমন্ত্রিত অতিথি ছিলেন। তিনি বক্তব্যে দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে যান। ধারনা করা হচ্ছে অতিরিক্ত মানুষ ওঠার কারণে মঞ্চটি ভেঙ্গে পড়ে।

এসময় মঞ্চে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেকে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হচ্ছে।

 

এদিকে মঞ্চ ভেঙে পড়ার কিছুক্ষণ পর আবারও বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের। কাদের বলেন,  এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিলেন। বক্তব্য দেওয়ার সময় আচমকা মঞ্চ ভেঙ্গে পড়তে পারে। 

 

নিজের এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এতো নেতা কেন? আমাদের এতো নেতার দরকার নেই। আমরা স্মার্ট কর্মী চাই। যে কোন অনুষ্ঠানে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়।

 

বিকেল ৩টায় অপরাজেয় বাংলার পাদদেশে র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। র‌্যালিতে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা জড়ো হন। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন