বাংলাদেশ, জেলার সংবাদ, আইন ও কানুন

মতিঝিলে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ৩১শে আগস্ট ২০২৫ ০৮:৪১:০৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদোয়ানুল হক ও কালবেলার স্টাফ রিপোর্টার আব্দুজ্জাহের ভুইঁয়া আনাসের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মতিঝিল থানায় অভিযোগ দায়ের হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে কমলাপুরের উটের খামার সংলগ্ন বাসার সামনে হামলার শিকার হন তারা।

 

হামলাকারীরা রেদোয়ানুল ও আনাসকে রড ও লাঠি দিয়ে মারধোর করে। পরে খবর পেয়ে সহকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর হামলাকারী আলী হোসেন, মামুন আহমেদ, শাহীন আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তারা।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন