জিসিসির অন্তর্ভুক্ত দেশগুলোর প্রবাসীসহ সকল বাসিন্দারা প্রথমবারের মতো সরাসরি সৌদির প্রধান শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ পেতে যাচ্ছেন। সম্প্রতি সৌদি আরবের ক্যাপিটাল মার্কেট অথরিটি (সিএমএ) এক ঘোষণায় এই সুখবর দিয়েছে। রবিবার (১৩ই জুলাই) সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সিএমএ-এর চেয়ারম্যান মোহাম্মদ এল-কুয়াইজ এই ঐতিহাসিক সংস্কার সম্পর্কে জানান, এখন থেকে জিসিসি দেশগুলোর বিনিয়োগকারীদের জন্য পূর্বেকার সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। আগে যেখানে তাদের 'সোয়াপ এগ্রিমেন্ট' বা লাইসেন্সপ্রাপ্ত মধ্যস্থতাকারীর মাধ্যমে জটিল প্রক্রিয়ায় বিনিয়োগ করতে হতো, এখন তারা সরাসরি নিজেদের বিনিয়োগ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই সুবিধা সৌদি আরব বা অন্যান্য জিসিসি দেশের সকল বাসিন্দা ভোগ করতে পারবেন।
এই উদ্যোগটি মূলত সৌদি আরবের 'ভিশন ২০৩০'-এর অর্থনৈতিক বৈচিত্র্যকরণের একটি অংশ। এর মূল উদ্দেশ্য হলো দেশের পুঁজি বাজারকে আরও গভীর করা এবং বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের আকর্ষণ করা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ এক পোস্টে এল-কুয়াইজ বলেন, "এই পদক্ষেপটি আন্তর্জাতিকভাবে সৌদি বাজারের প্রতি আগ্রহ বাড়িয়ে দেবে। একই সাথে, এটি বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলবে।"
ডিবিসি/এমএআর