আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে রজবের চাঁদ দেখা গেছে, ২ মাস পর রমজান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যের আকাশে আরবি হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস রজবের চাঁদ দেখা গেছে। এই চাঁদ দেখার মধ্য দিয়ে শুরু হলো মহিমান্বিত রমজান মাসের অপেক্ষার পালা। রজবের পরই আসবে শা’বান মাস, আর তার পরেই পবিত্র রমজান। গাণিতিক হিসেবে, এবার রজব মাস ২৯ এবং শা’বান মাস ৩০ দিনের হলে পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ৬০ বা ৬১ দিন বাকি। শেষ পর্যন্ত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান শুরুর দিন চূড়ান্ত হবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ই ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হতে পারে ১৯শে ফেব্রুয়ারি। তবে চাঁদ দেখা না গেলে এই তারিখ একদিন পিছিয়ে যাবে। 

 

এদিকে, বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য রবিবার (২১শে ডিসেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররমে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

 

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন (০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭) অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ করা হয়েছে। 

 

উল্লেখ্য, ইসলামি বর্ষপঞ্জিতে রজব একটি সম্মানিত মাস এবং এ মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ। এ মাসের ২৬ তারিখ দিবাগত রাতে পালিত হয় পবিত্র শবে মেরাজ, যা মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন