চট্টগ্রামের চকবাজারে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এর মধ্যে ২ শিবির কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১শে জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ফাহিম নামের এক শিবিরকর্মীকে মারধরের ঘটনায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
কিছুদিন আগে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা বাদশাহর অনুসারীরা ভ্যান থেকে চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিক্ষার্থী আরিফসহ জামায়াতের কয়েকজন তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।
এ ঘটনার ক্ষোভে রাতে আরিফকে একা পেয়ে বাদশাহর অনুসারীরা ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায়। থানা থেকে আরিফকে ছাড়াতে গেলে বাদশাহর অনুসারী ছাত্রদল ও যুবদলের কর্মীরা অস্ত্র নিয়ে মহসিন কলেজ শিবিরের শিক্ষার্থীদের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ডিবিসি/এমইউএ