খেলাধুলা, ফুটবল

মধ্যরাতে হাতিরঝিলে আফঈদা-ঋতুপর্ণাদের সংবর্ধনা বাফুফের

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৭ই জুলাই ২০২৫ ০৭:৩২:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে রবিবার দিবাগত রাত দুইটার দিকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রাতেই তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে রাজধানীর হাতিরঝিলের আম্ফি থিয়েটারে।

রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে নারী ফুটবল দলকে সরাসরি হাতিরঝিলে নিয়ে যাওয়া হয়। রাত ৩টা ১৫ মিনিটে আফঈদারা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) নির্বাহী কমিটির সদস্যরা।

 

৩৫ মিনিট ধরে চলা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আরও বক্তব্য রাখেন- জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা ও কোচ পিটার বাটলার।

 

এর আগে রবিবার সন্ধ্যায় মিয়ানমার থেকে রওনা দিয়ে থাইল্যান্ড হয়ে রাতে ঢাকায় পৌঁছান আফঈদা ও ঋতুপর্ণারা। সোমবার ভোরে ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমার ভুটানের লিগ খেলতে থিম্পু যাওয়ার কথা। এ কারণে তারা ঢাকায় থাকতে থাকতেই গভীর রাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

ইয়াঙ্গুনে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন, মিয়ানমার ও তুর্কেমেনিস্তানকে হারিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন