আন্তর্জাতিক

মধ্য ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে আগস্ট ২০২৫ ০৭:৪২:৫৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইয়েমেন থেকে মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই হামলার পর তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয় বলে স্থানীয় গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে।

শুক্রবারের (২২শে আগস্ট) এই হামলার ঘটনায় মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়তে দেখা যায়।

 

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক পর্যালোচনায় মনে হচ্ছে ক্ষেপণাস্ত্রটি আকাশে থাকা অবস্থাতেই খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল এবং প্রোটোকল অনুযায়ী সাইরেন বাজানো হয়। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ জানিয়েছে, হামলার সময় তাড়াহুড়ো করে আশ্রয়কেন্দ্রে যেতে গিয়ে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন।

 

অন্যদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন, তার গোষ্ঠী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা কোনো বাধা ছাড়াই লক্ষ্যে আঘাত হেনেছে। সারি আরও দাবি করেন, তেল আবিব এবং দক্ষিণ ইসরায়েলের আশকেলন শহরের দুটি ইসরায়েলি ঘাঁটিতে দুটি ড্রোন দিয়েও সফলভাবে হামলা চালানো হয়েছে।

 

গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হুতিরা ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার পাশাপাশি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। উল্লেখ্য, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৬২ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

তথ্যসূত্র: আনাদোলু

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন