ঢাকাসহ দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে এসব অঞ্চলের নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (১৬ই মে) রাত সাড়ে ৮টা হতে আগামীকাল (১৭ই মে) শনিবার সকাল নয়টা পর্যন্ত নদীবন্দরের ঝড়ের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাতে এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিপ্তর জানায়, দেশের রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, টাংগাইল, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেথাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আর সার্বিক তাপমাত্রার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, আজ শুক্রবার (১৬ই মে) সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এদিকে রাত ৮টার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। রাজধানী মহাখালীসহ একাধিক স্থানে এ ঝড়-বৃষ্টি হতে দেখা যায়। পাশাপাশি কিছু এলাকায় বজ্রবৃষ্টিও হয়েছে বলে জানিয়েছেন ডিবিসির জেলা প্রতিনিধিরা।
ডিবিসি/অমিত