জোর প্রস্তুতি চলছে মনিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলার। মৌলোভীবাজারের কমলগঞ্জে মনিপুরী গ্রামগুলোতে দুই সপ্তাহ ধরে চলছে ঐতিহ্যবাহী রাখাল ও রাস নৃত্যের মহড়া। সব কিছু নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আয়োজকরা।
চলছে ঐতিহ্যবাহী রাখাল ও রাস নৃত্যের মহড়া। সামনেই রাসলীলা উৎসব। তাইতো উৎসবের আমেজ কমলগঞ্জে মণিপুরী পরিবারগুলোতে।
উৎসবে কৃষ্ণ, রাধা, রাখাল, গোপী ও বৃন্দার ভূমিকায় রাখাল ও রাস নৃত্যে অংশ গ্রহণ করবে মণিপুরী সম্প্রদায়ের মনিপুরী শিশু ও কিশোর-কিশোরীরা। নাচের শুদ্ধতা ও শিল্পগুণ অটুট রাখতে গত দুই সপ্তাহ ধরে চলছে নৃত্যের মহড়া।
রাস উৎসবের দিন, দুপুরে রাখাল ও কৃষ্ণের বাল্যলীলা অনুসরণে হবে রাখাল নৃত্য। চলবে গোধূলি পর্যন্ত। সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর রাতব্যাপী চলবে রাধাকৃষ্ণের রাসলীলা নৃত্য। এদিকে উপজেলার আদমপুর সনাতনজীর মন্দিরেও অনুষ্ঠিত হবে রাসলীলা উৎসব।
অসাম্প্রদায়িকতার মেলবন্ধনের প্রতীক হয়ে উঠেছে মনিপুরী সম্প্রদায়ের এই রাস উৎসব। এই আয়োজনকে সফল করতে সব ধরণের প্রস্তুতি চলছে বলে জানান আয়োজকরা। মৌলভীবাজার কমলগঞ্জ থানার কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, সুষ্ঠুভাবে উৎসব আয়োজন নেয়া হয়েছে সকল নিরাপত্তা ব্যবস্থা।
সেবা সংঘের আয়োজনে ১৯শে নভেম্বর কমলগঞ্জ উপজেলায় মাধবপুরের শিববাজার ও জোড়া মন্ডপে ১৭৯তম রাসলীলা অনুষ্ঠিত হবে।