জেলার সংবাদ, সংস্কৃতি, বিশেষ প্রতিবেদন

মনিপুরী জাদুঘরের সংগ্রহশালায় ৩ শতাধিক উপকরণ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ৫ই মার্চ ২০২২ ০৫:৩৫:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মনিপুরী ঐতিহ্য সংরক্ষণে ব্যক্তি উদ্যোগে মৌলভীবাজারে গড়ে উঠেছে জাদুঘর। এতে স্থান পেয়েছে প্রায় আড়াইশ' থেকে তিনশ' বছরের পুরানো তিন শতাধিক উপকরণ।

কমলগঞ্জ উপজেলায় বসবাসকারী মনিপুরীদের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাস। ঐতিহ্য সংরক্ষণে মনিপুরীদের বিলুপ্তপ্রায় উপকরণ সংগ্রহ করার উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দা হামোম তনুবাবু। ২০০৬ সালে নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেন ‘চাউবা মেমোরিয়াল মনিপুরী ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি মিউজিয়াম’।

ধীরে ধীরে মনিপুরী অধ্যুষিত বিভিন্ন এলাকা থেকে তথ্য উপাত্তের পাশাপাশি বাড়তে থাকে এই জাদুঘরের সংগ্রহশালা।

জাদুঘরটির রক্ষণাবেক্ষণে সরকারি সহায়তার প্রত্যাশা প্রতিষ্ঠাতা হামোম তনুবাবুর। তিনি জানান, বিলুপ্তপ্রায় জিনিসগুলো যেন সময় থাকতে সংগ্রহ করা যায় এই চেষ্টাটাই ছিলো। সরকারি পৃষ্ঠপোষকতায় যদি এটা করা যায় তাহলে আরো সুষ্ঠুভাবে করা সম্ভব।

মনিপুরী এই জাদুঘরের জন্য ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি বলেন, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করবো। আশা করছি সেখান থেকে অনুমোদন পেলে আমরা এই সংগ্রহশালার জন্য একটি ভবন নির্মাণ করে দিতে পারবো।

জাদুঘরটির পরিসর বাড়ানোর পাশাপাশি মনিপুরী সংস্কৃতি নিয়ে গবেষণা বৃদ্ধির তাগিদ সংশ্লিষ্টদের।

আরও পড়ুন