বাংলাদেশ, জেলার সংবাদ

মনু নদীর পানি যাবে হাইল হাওরে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৮শে ফেব্রুয়ারি ২০২১ ১০:৫৩:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কৃষি ও মৎস সম্পদের উন্নয়নে শুস্ক মৌসুমে মৌলভীবাজারের মনুনদীর পানি কোদালীছড়া হয়ে যাবে হাইল হাওরে। এরই মধ্যে কারিগরি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও মনু ব্যারেজ সংলগ্ন এলাকায় পার্কসহ আধুনিক গেস্টহাউস করার পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এসব কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

রবিবার দুপুরে মৌলভীবাজার মনু ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন তিনি। এ সময় সিনিয়র সচিব কবির বিন আনোয়ার গনমাধ্যম কর্মিদের আরো বলেন, সম্প্রতি সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ভূজবল অফিস বাজার এলাকা থেকে সিকরাইল পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার কোদালী ছড়া খালের খনন কাজ চলছে। এক কোটি চার লাখ টাকা ব্যয়ে এ খাল পুনঃখনন করা হচ্ছে। কোদালী ছড়ার পানি প্রবাহ বারো মাস ঠিক রাখতে এবং ছড়ার দুই পাশের কৃষি জমির যথাযথ ব্যবহার করতে কোদালীছড়ার নিচের অবশিষ্ট নয় কিলোমিটারও খনন কাজ করা হবে। আর শুস্ক মৌসুমে মনু নদীর পানি যাতে কোদালীছাড়া হয়ে হাইল হাওড়ে পড়ে সে জন্য একটি প্রকল্প তৈরী করা হচ্ছে। এরই মধ্যে কারিগরি কমিটি গঠন করা হয়েছে। ফলে জেলার কৃষি ও মৎস সম্পদের উন্নয়নে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া মনুনদীর স্লুইচ গেইট এলাকায় পানি উন্নয়ন বোর্ড এর পরিত্যক্ত গেস্ট হাউস এর জায়গায় পার্কসহ আধুনিক গেস্টহাউস নির্মান করা হবে।

এ সময় পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার ও নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান আরো জানান, এর আগে কবির বিন আনোয়ার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হাকালুকি হাওর ও পাখি বাড়ী পরিদর্শন করেছেন। হাওর এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা,পাখির নিরাপদ আবাসস্থল ও মৎস সম্পদের উন্নয়নে ভরাট বিল এবং সংযোগ খাল খননসহ বনায়নের নির্দেশ দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন