ঢাকা ও চট্টগ্রামে দুই মনোনয়নপ্রত্যাশীর ওপর হামলা করে একটি মহল ফায়দা লোটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ রক্ষায় সব বিভেদ ভুলে এখন ঐক্য ধরে রাখাই মূল লক্ষ্য হওয়া উচিত।
শনিবার (১৩ই ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে বিএনপির 'দেশ গড়া পরিকল্পনা' শীর্ষক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান সতর্ক করে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্বাচন, স্থিতিশীলতা ও রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্টের ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে দলমত নির্বিশেষে সবাইকে সতর্ক থাকার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ডিবিসি/আরএসএল