কোনো মব বা উচ্ছৃঙ্খল জনতা সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী।
আজ সোমবার (৮ই সেপ্টেম্বর) দুপুরে সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাসদর জানায়, সেনাবাহিনী মব সহিংসতা দমনে সক্রিয়ভাবে কাজ করছে। ভবিষ্যতে কেউ মব সৃষ্টির চেষ্টা করলে সেনাবাহিনী কঠোর অবস্থান গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচন নিয়েও কথা বলা হয়। সেনাবাহিনী জানায়, এই নির্বাচনের সাথে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। একটি স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। সেনাবাহিনী একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে, যা দেশের গণতন্ত্রের পথকে আরও সুগম করবে বলে তারা মনে করে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জানানো হয়, সেনাবাহিনী নির্বাচন কমিশন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে। তবে এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পায়নি তারা।
এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী সংক্রান্ত মিথ্যাচার ও গুজবের বিষয়ে সেনাসদর জানায়, দেশের বাইরে থেকে এ ধরনের অপপ্রচার চালানো হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। জনগণই এসব গুজবের জবাব দেবে বলে তারা আশাবাদী।
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সেনাসদর জানায়, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে।
ডিবিসি/এনএসএফ