মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মালিকানাধীন তিনটি বাড়ি ও ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বলেন, মমতাজের রাজধানীর ডিওএইচএসের একটি, মানিকগঞ্জের দুটি বাড়ি জব্দের আদেশ হয়েছে। এ ছাড়া তাঁর ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এই জমি ঢাকা ও মানিকগঞ্জে অবস্থিত।
দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক এই সম্পত্তি জব্দের আবেদন করেন। আদালতে দাখিলকৃত আবেদনে উল্লেখ করা হয়, মমতাজ বেগম এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের গুরুতর অভিযোগ রয়েছে।
বর্তমানে এই অভিযোগের অনুসন্ধান চলমান। তদন্ত চলাকালীন যাতে উল্লিখিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর না করা যায়, সে জন্যই আদালতের মাধ্যমে তা জব্দ করা প্রয়োজন বলে দুদক যুক্তি দেখায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির সাবেক সংসদ সদস্য মমতাজ আত্মগোপনে ছিলেন। গত বছরের ১৩ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
ডিবিসি/এমইউএ