বাংলাদেশ, জেলার সংবাদ

ময়মনসিংহে ধর্ষককে চারিত্রিক সনদপত্র দিলেন চেয়ারম্যান

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৪ঠা আগস্ট ২০২৫ ০৫:১২:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক যুবককে ‘ধর্ষক’ হিসেবে চিহ্নিত করে প্রত্যয়নপত্র দেওয়ার এক অভিনব ঘটনা ঘটেছে। উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল অভিযুক্ত যুবক মো. শরীফ মিয়াকে (২২) ‘ধর্ষক’ আখ্যায়িত করে এই প্রত্যয়নপত্র দেন, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে, ধর্ষণের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর হাতে গ্রেপ্তার হয়েছেন ওই যুবক।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন মাইজবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তারাটি গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে মো. শরীফ মিয়ার জন্য ইস্যু করা একটি প্রত্যয়নপত্রের বিবরণ জানা যায়। গত ১৪ই জুলাই চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল কর্তৃক স্বাক্ষরিত ওই প্রত্যয়নপত্রে লেখা হয়, "মো. শরীফ মিয়া, আমার জানামতে তিনি ইতিপূর্বে এক কিশোরীকে ধর্ষণ করতে না পেরে বাড়িতে আগুন লাগিয়ে দেন। তিনি একজন দুষ্কৃতকারী এবং দুশ্চরিত্রের। তা ছাড়া কিছুদিন আগে তিনি চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছেন। তিনি সামাজিক বা আইনের কোনো তোয়াক্কা করেন না। আমি তাঁকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।"

 

এই প্রত্যয়নপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করে চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল বলেন, "সম্প্রতি ধর্ষণের শিকার হওয়া ভুক্তভোগী কিশোরীর পরিবার একেবারেই নিরক্ষর। তাদের অনুরোধেই যুবকের বিষয়ে একটি প্রত্যয়ন দিয়েছি।" তিনি আরও বলেন, "সমাজে অনেক খারাপ মানুষেরও ভালো প্রত্যয়নপত্র পাওয়ার রেকর্ড আছে, এতে তারা আরও খারাপ হওয়ার সাহস পায়। তাই যে খারাপ, তাকে সেই প্রত্যয়নপত্রই দেওয়া হয়েছে, যাতে অন্যরা শিক্ষা নিতে পারে। যারা খারাপ, তাদের ভালো মানুষের প্রত্যয়নপত্র দেওয়া জাতির সঙ্গে প্রতারণা।"

 

অভিযোগ রয়েছে, প্রত্যয়নপত্রে উল্লেখিত শরীফ এই বছরের ১৩ জুন একই এলাকার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। এই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় শরীফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

 

এদিকে, গত ১লা আগস্ট (শুক্রবার) রাতে র‍্যাব-১ এর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শরীফকে গ্রেপ্তার করে। পরে তাকে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর কাছে হস্তান্তর করা হয়। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ পরদিন শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। 

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন