তিন দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। দাবি আদায়ে শিক্ষার্থীরা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করার পাশাপাশি উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনাও ঘটে, এতে বেশ কয়েকজন আহত হন।
জানা যায়, ‘কম্বাইন্ড ডিগ্রির দাবি’ পূরণ না হওয়ায় দুটি অনুষদের শিক্ষার্থীরা রবিবার (৩১শে আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে একাডেমিক কাউন্সিলের বৈঠক চলাকালে উপাচার্যসহ প্রায় দুইশো শিক্ষককে অবরুদ্ধ করে ফেলেন।
সন্ধ্যা পর্যন্ত এই অবরোধ চলাকালে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। পরে শিক্ষকরা মিলনায়তন থেকে বের হয়ে আসেন।
অন্যদিকে, আরও তিনটি দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। দাবিগুলো হলো: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা; নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ না রাখা; এবং কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া কারো নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে না দেয়া। এই তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীরা বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেন। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
ডিবিসি/আরএসএল