আন্তর্জাতিক, আরব

মরুভূমির বুকে রঙের উৎসব, শুরু হলো রিয়াদ সিজন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে অক্টোবর ২০২৫ ০৮:০৩:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আলো, রঙ আর আনন্দের সাগরে মেতে উঠেছে মরুভূমির শহর রিয়াদ। সংস্কৃতি, সংগীত আর নানা বিনোদনের সমারোহে আবারো শুরু হয়েছে রিয়াদ সিজন ২০২৫। সৌদি আরবের ভিশন ২০৩০-এর পথে এগিয়ে চলার অংশ হিসেবে এই আকর্ষণীয় উৎসব তুলে ধরা হচ্ছে। আয়োজকরা বলছেন, বিশ্ব পর্যটকদের কাছে এই জমকালো আয়োজন এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

বর্ণিল প্যারেড আর জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ই অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে বছরের এই বহুল প্রতীক্ষিত বিনোদন উৎসব। সূচনা হয়েছে এক মনোমুগ্ধকর বেলুন প্যারেড ও রোড পারফরমেন্সের মাধ্যমে।

 

রাস্তায় ভেসে বেড়িয়েছে ম্যাসির আইকনিক হলিডে কালেকশনে অনুপ্রাণিত দৈত্যাকার বেলুন। সুর, নৃত্য আর আলোয় ভরে ওঠে রিয়াদের রাজপথ। উৎসবে যোগ দিতে ভিড় করছেন বিদেশি পর্যটকরাও। ইংল্যান্ড থেকে আসা এক পর্যটক বলেন, "উদ্বোধনী অনুষ্ঠান মিস করলেও রিয়াদ সিজনের প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করছি। আমি খুবই উচ্ছ্বসিত।"

 

এই উৎসব চলবে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত। এর মধ্যে থাকছে কনসার্ট, কমেডি শো, সাংস্কৃতিক প্রদর্শনী এবং আরও অনেক কিছু।


উৎসবের প্রধান আকর্ষণ রিয়াদ বুলেভার্ড ওয়ার্ল্ড যেখানে চীন, ফ্রান্স, মেক্সিকো, জাপান ও যুক্তরাষ্ট্রের সংস্কৃতি নিয়ে সাজানো হয়েছে থিমভিত্তিক অঞ্চল। এর মাধ্যমে সৌদি স্বকীয়তার সাথে বিশ্ব সংস্কৃতির হাত মেলানোর মুহূর্ত তৈরি হয়েছে।

 

এক দর্শনার্থী বলেন, "আমরা বুলেভার্ড ওয়ার্ল্ডে টেনিস খেলা, কমেডি ফেস্টিভ্যাল উপভোগ করেছি। এখানে অনেক কিছু আছে এবং সবসময় নতুন নতুন জিনিস আসছে যা সত্যিই অসাধারণ।"

 

রিয়াদ সিজন ২০২৫ কেবল একটি উৎসব নয়, এটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর একটি প্রতিচ্ছবি এবং দেশের অর্থনীতির চাকা বৈচিত্র্যময় করার পথে একটি বড় পদক্ষেপ।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন