বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে বলেন, দেশের স্বার্থেই বেগম জিয়ার সুস্থ থাকা জরুরি। দলের সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও খালেদা জিয়ার আরোগ্য কামনায় জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
ডিবিসি/ এইচএপি