আন্তর্জাতিক

মস্কোতে গাড়ি বোমা হামলায় রাশিয়ার জেনারেল ফ্যানিল সারভারভ নিহত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে এক শক্তিশালী গাড়ি বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর শীর্ষস্থানীয় এক জেনারেল প্রাণ হারিয়েছেন।

নিহত লেফটেন্যান্ট জেনারেল ফ্যানিল সারভারভ রুশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। সোমবার একটি অ্যাপার্টমেন্টের কারপার্কে রাখা গাড়ির নিচে পেতে রাখা বোমাটি বিস্ফোরিত হলে এই নিহতের ঘটনা ঘটে।

 

বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বা কোনো গোষ্ঠীর যোগসূত্র থাকতে পারে বলে দাবি করেছে মস্কোর তদন্ত কমিটি। তবে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

 

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলেও প্রায় একইভাবে মস্কোতে একটি গাড়ি বোমা হামলায় জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক নিহত হয়েছিলেন।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন