কক্সবাজারের মহেশখালীতে অবৈধ অস্ত্র উদ্ধারে সন্ত্রাসীদের আস্তানায় যৌথ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।
শনিবার (১৮ই অক্টোবর) দুপুরে উপজেলার কালারমার ছড়া এলাকায় এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।
কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা জলদস্যু 'জিয়া বাহিনী'র আস্তানায় অভিযান চালালে সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টাপাল্টি গোলাগুলির পর যৌথবাহিনী ৯ জনকে আটক করতে সক্ষম হয়।
এই বাহিনীর প্রধান জিয়া ২০১৯ সালের ২৩ নভেম্বর অস্ত্র ও সদস্যদের নিয়ে আত্মসমর্পণ করেছিল। তবে, জামিনে জেল থেকে বের হয়ে সে ফের অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে এবং নিজস্ব বাহিনী গড়ে তোলে।
কোস্টগার্ডের পূর্বাঞ্চলের অপারেশন কমান্ডার লে. কমান্ডার সালাহউদ্দিন জানান, কক্সবাজার ও মহেশখালীর দেড় শতাধিক জলদস্যু আত্মসমর্পণ করলেও এদের কেউ কেউ সরকারি সুযোগ-সুবিধা নিয়েও নতুন নামে বাহিনী গড়ে পুরোনো কর্মকাণ্ডে ফিরছে। তারা জেলেদের জিম্মি করে টাকা আদায়, চিংড়ি ঘের দখল এবং ডাকাতিসহ নানা অপকর্মে লিপ্ত হচ্ছে।
ডিবিসি/এএমটি