বাংলাদেশ, জেলার সংবাদ

মাইক ভাড়া করে গালাগালির পর সেই যুবককে ২ লাখ টাকা দিল ব্যাংক

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৭শে অক্টোবর ২০২৫ ০৭:০৪:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিদেশে যাওয়ার জন্য এক লাখ টাকা ঋণ না পেয়ে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছিলেন সারোয়ার হোসেন রাব্বি। সেই রাব্বিকে এবার ২ লাখ টাকা ঋণ দিয়েছে ব্যাংক।

বিদেশ যাওয়ার স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে রাব্বির। আগামী ৩০শে অক্টোবর তিনি সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বেন।

 

রাব্বি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা। দরিদ্র পরিবারের এই তরুণ সৌদি আরবে কাজ করতে যেতে ভিসা পেলেও এক লাখ টাকার অভাবে যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল।

 

পরিবারের আর্থিক সচ্ছলতা আনার আশায় রাব্বি বিভিন্নজনের কাছে সহায়তা চেয়েও ব্যর্থ হন। এনজিও কর্মকর্তারাও শেষ পর্যন্ত ঋণ দিতে রাজি হননি। ক্ষোভে ১৬ই অক্টোবর তিনি ৫০০ টাকা খরচ করে মাইক ভাড়া করে এলাকাবাসীর উদ্দেশে ক্ষোভ ঝাড়েন এবং সেই ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

 

পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা রাব্বির সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে যাচাই–বাছাই শেষে ২৩শে অক্টোবর তাঁকে দুই লাখ টাকা ঋণ দেয় ব্যাংকটি।

 

রাব্বি বলেন, 'দুবার বিদেশ যেতে চেয়েও টাকার অভাবে যেতে পারিনি। এবারও শেষ মুহূর্তে সব ভেস্তে যেতে বসেছিল। রাগে মাইক ভাড়া করে যা করেছি, সেটা ঠিক করিনি, কিন্তু এর ফলেই হয়তো আমার ভাগ্য খুলে গেছে। এখন হাতে টিকিট পেয়েছি। ৩০শে অক্টোবর সৌদি আরব যাচ্ছি। দোয়া করবেন।'

 

প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, 'সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি জানতে পারি। পরে স্থানীয়দের সহযোগিতায় সারোয়ারের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর তাঁকে দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। দুই মাস পর থেকে কিস্তিতে তিনি ঋণ পরিশোধ শুরু করবেন।'

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন