বাংলাদেশ, জাতীয়, রাজধানী

'মাইলস্টোনের ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে'

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে জুলাই ২০২৫ ০৪:২৯:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় হতাহত ও নিখোঁজদের সঠিক তথ্য নিরূপণের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ কমিটি এই কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করবে।

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা, অধ্যাপক ড. আসিফ নজরুল, আজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই কন্ট্রোল রুম থেকে বিমান দুর্ঘটনায় আহত, নিহত এবং ক্লাসে উপস্থিত ছাত্র-ছাত্রীদের সকল হালনাগাদ তথ্য সরবরাহ করা হবে।

 

কলেজ কর্তৃপক্ষের এক সিদ্ধান্তে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি আকস্মিকভাবে ভূপাতিত হয়। এই ঘটনায় বহু কোমলমতি শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারী হতাহত হয়েছেন।

 

এই প্রেক্ষাপটে, দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করে তাদের ঠিকানাসহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তা, অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

 

নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, মোহাম্মদ জিয়াউল আলম। কমিটির অন্য সদস্যরা হলেন: মো. মাসুদ আলম (উপাধ্যক্ষ, প্রশাসন), মিসেস খাদিজা আক্তার (প্রধান শিক্ষিকা), মিসেস লুৎফুন্নেসা লোপা (কো-অর্ডিনেটর), মনিরুজ্জামান মোল্লা (অভিভাবক; শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি), এবং দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মো. তাসনিম ভূঁইয়া প্রতীক।

 

কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন