বাংলাদেশ, রাজনীতি

'মাইলস্টোনে নিহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৪শে জুলাই ২০২৫ ০২:১৮:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের ওপর মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে ও তাদের পাশে থাকার আশ্বাস নিয়ে ছুটে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৪শে জুলাই) সকালে তিনি দিয়াবাড়ীর তারারটেক মসজিদ এলাকায় নিহতদের শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন। স্বজনহারা পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, "এই ধরনের মর্মান্তিক ঘটনায় সান্ত্বনা দেয়ার কোনো ভাষা আমাদের জানা নেই। আমরা আপনাদের এই অবর্ণনীয় শোকের অংশীদার।"

বিএনপি মহাসচিব আশ্বাস দেন যে, এই দুঃসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বতোভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে। তিনি বলেন, "আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে আছি এবং থাকব।"

 

এই ভয়াবহ দুর্ঘটনায় হতাহতদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রস্তুত করে নিখোঁজদের খুঁজে বের করার জন্য সরকারের প্রতি জোর অনুরোধ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, "এখনো অনেক পরিবার তাদের স্বজনদের নিয়ে উৎকণ্ঠায় আছে। দ্রুত হতাহতের তালিকা প্রকাশ করে নিখোঁজদের অবস্থান জানানো অত্যন্ত জরুরি।"

 

এছাড়াও, নিহতদের মরদেহ শনাক্তকরণ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, "যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তাদের ডিএনএ পরীক্ষা দ্রুত সম্পন্ন করে যত তাড়াতাড়ি সম্ভব মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।"
 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন