বাংলাদেশ, জাতীয়

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে কমিশন গঠন

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে জুলাই ২০২৫ ০৯:৫৭:৩৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ৯ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার। দুর্ঘটনার কারণ, দায়দায়িত্ব, ক্ষয়ক্ষতি নিরূপণ করবে এই কমিশন।

গতকাল রোববার (২৭শে জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিশনকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে চার সপ্তাহের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান।

 

এদিকে, সরকারি হিসেবে এ পর্যন্ত দুর্ঘটনায় ৩৪ জন মারা গেছেন। ৪ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। বর্তমানে ৩৪ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন