রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। সংগঠনটি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুর্ঘটনার পরপরই সংগঠনটির নেতাকর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে যান এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম শুরু করেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সদস্যরা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য রক্তদান কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন।
মঙ্গলবার (২২শে জুলাই) এক শোকবার্তায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এই হৃদয়বিদারক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় আরও বলা হয়, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টাবৃন্দ এবং সকল সদস্য এই কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ডিবিসি/এমএআর