চিকিৎসাধীন ১৩ জন

মাইলস্টোন ট্রাজেডি: ছাড়পত্র পেলেন আরও ৩ শিশু শিক্ষার্থী

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩১:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আলভিরা (১০), সামিয়া (১০) ও নুসরাত (১৩) নামে তিন শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

 

তিনি জানান, ছাড়পত্র পাওয়া তিনজন মাইলস্টোন স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাদের শরীরে ৮ থেকে ৯ শতাংশ দগ্ধ ছিল।

 

তিনি আরও জানান, বিমান বিধ্বস্তের পর হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে এখন পর্যন্ত ২৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ২০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

প্রসঙ্গত, গত ২১শে জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন নিহতের তথ্য পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির ৩ শিক্ষকের মৃত্যু হয়েছে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন