বাংলাদেশ, রাজধানী

মাইলস্টোন ট্র্যাজেডি; তৃতীয় শ্রেনীর রাইসা মনিকে খুঁজছে তার মা-বাবা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে জুলাই ২০২৫ ০৩:৪৫:১৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছে প্রতিষ্ঠানটির তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি। দুর্ঘটনার পর থেকে তার কোনো সন্ধান না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। তারা বিভিন্ন হাসপাতাল এবং দুর্ঘটনাস্থলে খুঁজে বেড়াচ্ছেন ছোট্ট রাইসাকে।

সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই রাইসার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

নিখোঁজ রাইসা মনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির 'স্কাই' সেকশনের ছাত্রী, যার কোড নম্বর ২০১০। তার বাবা শাহাবুল শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের বাসিন্দা এবং তিনি ঢাকার মিরপুর এলাকায় ব্যবসা করেন।

 

রাইসার চাচা বলেন, ‘বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে আমরা রাইসাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওর বাবা-মা এবং আমরা সবাই মিলে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের পুরো পরিবারে কান্নার রোল পড়ে গেছে। উত্তরার বিভিন্ন হাসপাতাল এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটেও আমরা খোঁজাখুঁজি করেছি; কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাইনি। যদি কেউ আমার ভাতিজির সন্ধান পেয়ে থাকেন, ০১৯২৫৯৩২২২৯ নম্বরে জানানোর জন্য অনুরোধ করছি।’
 

 

এই মর্মান্তিক দুর্ঘটনার পর উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাইসার পরিবার একটি অলৌকিক খবরের আশায় দুর্ঘটনাস্থল ও হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন