উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
যেসব নিখোঁজ ব্যক্তির নাম আহত বা নিহতদের প্রকাশিত তালিকায় পাওয়া যায়নি, তাদের স্বজনদের দ্রুততম সময়ের মধ্যে ঢাকার মালিবাগে অবস্থিত সিআইডি ভবনে যোগাযোগ করে নমুনা প্রদানের জন্য বলা হয়েছে।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান এক বিবৃতিতে এই আহ্বান জানান। তিনি গভীর উদ্বেগের সাথে বলেন, "এখন পর্যন্ত নিখোঁজদের মধ্যে মাত্র একটি পরিবারের পক্ষ থেকে ডিএনএ নমুনা দেওয়া হয়েছে। শনাক্তকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য নিখোঁজ সকল পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা অপরিহার্য। আপনাদের সহযোগিতা পেলে আমরা স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে পারব।"
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে দুর্ঘটনায় নিহত ছয়জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই ছয়টি মরদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলো সিআইডি ল্যাবরেটরিতে বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে এবং প্রক্রিয়াটি দ্রুততার সাথে সম্পন্ন করা হবে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে। নিখোঁজদের পরিচয় শনাক্তকরণে এই ডিএনএ ম্যাচিং প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডিবিসি/জেআরওয়াই