বাংলাদেশ, রাজধানী

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের পরিবারকে ২০ লাখ ও আহতদের ৫ লাখ টাকা সহায়তার প্রস্তাব

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৭ই জানুয়ারী ২০২৬ ০৪:৫৩:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার শিকার ভুক্তভোগী পরিবারগুলোর জন্য বড় অঙ্কের আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার।

প্রস্তাবনা অনুযায়ী, এই ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে অনুদান দেয়ার সুপারিশ করা হয়েছে।সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত একটি চিঠিতে অর্থ উপদেষ্টা বরাবর এই সুপারিশ পেশ করা হয়েছে। 

 

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার জন্য এই অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছিল।

 

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তথ্যমতে, গত ২১শে জুলাই ২০২৫ তারিখে দিয়াবাড়ী ক্যাম্পাসে আকস্মিকভাবে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ১ জন আয়া ও ৩ জন অভিভাবকসহ মোট ৩৫ জন প্রাণ হারান। এছাড়া আহত ও মুমূর্ষু অবস্থায় ৫৮ জনের বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। সব মিলিয়ে আহত হিসেবে ৬৪ জনকে তালিকাভুক্ত করা হয়েছে।

 

হতাহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে গত ২রা ডিসেম্বর ২০২৫ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং বিমান বাহিনীর এয়ার কমোডর উপস্থিত ছিলেন।

 

উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী, নিহত ৩৫ জনের পরিবারের জন্য ২০ লাখ টাকা হারে মোট ৭ কোটি টাকা এবং আহত ৬৪ জনের প্রত্যেকের জন্য ৫ লাখ টাকা হারে মোট ৩ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাব অনুমোদনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন