ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এই ঘটনায় আরও ১৬৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আইএসপিআর-এর দেওয়া তথ্য অনুযায়ী, বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং আহতদের দ্রুত ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালগুলোর মধ্যে হতাহতের সর্বশেষ চিত্রে দেখা যায়, সিএমএইচ-ঢাকাতে সবচেয়ে বেশি সংখ্যক হতাহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেখানে ২৮ জন আহত এবং ১৬ জন নিহত হয়েছেন। বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন আহত এবং ১০ জন নিহত হয়েছেন।
এছাড়াও লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে ১৩ জন আহত ও ২ জন নিহত, এবং ইউনাইটেড হাসপাতালে ২ জন আহত ও ১ জন নিহত হয়েছেন। কুয়েত মৈত্রী হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক হাসপাতাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুমিল্লা জেনারেল হাসপাতালেও আহতদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডিবিসি/আরএসএল