বাংলাদেশ, রাজধানী

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতের সংখ্যা বেড়ে ৩৪, আশঙ্কাজনক ৫

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে জুলাই ২০২৫ ১০:৪৬:৩৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাইলস্টোন ট্র্যাজেডিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জারিফ নামে ১৩ বছর বয়সী আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।

বর্তমানে এখানে চিকিৎসাধীন ৪০ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক। তবে ১৩ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের আজ শনিবার (২৬শে জুলাই) থেকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকভাবে অন্তত ১৫ জনকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে জানা গেছে। আহতদের চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল একযোগে কাজ করছেন।

 

এদিকে, জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে গত কয়েকদিনের তুলনায় দর্শনার্থীদের ভিড় কমেছে। হাসপাতালটির জরুরি বিভাগের প্রবেশমুখে সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং রোগী ও তাদের স্বজন, চিকিৎসকসহ চিকিৎসা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ছাড়া অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

 

এর আগে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যুতে মোট নিহতের সংখ্যা ৩৩ জনে পৌঁছেছিল, যা জারিফের মৃত্যুর পর ৩৪ জনে দাঁড়াল।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন