বাংলাদেশ, জেলার সংবাদ

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাহিয়া তাসনিমের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা আগস্ট ২০২৫ ০৬:০১:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত অষ্টম শ্রেণির ছাত্রী মাহিয়া তাসনিম-এর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

আজ শুক্রবার (১লা আগস্ট) দুপুরে বিমান বাহিনী প্রধানের পক্ষে উইং কমান্ডার রেহানা এবং স্কোয়াড্রন লিডার ইকতিয়ার হোসেনের নেতৃত্বে একটি দল মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে তাসনিমের নানার বাড়িতে উপস্থিত হয়ে প্রথমে তাসনিমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

এর আগে, স্থানীয় মসজিদে বাদ জুমা তাসনিমের আত্মার মাগফিরাত কামনায় বিমান বাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

উল্লেখ্য, মাইলস্টোন স্কুলের মেধাবী ছাত্রী মাহিয়া তাসনিম সম্প্রতি বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত ২৪শে জুলাই চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। তাসনিম চুয়াডাঙ্গার প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর কন্যা। তার মৃত্যুর পর তাকে মুজিবনগরের জয়পুর গ্রামে নানা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

তাসনিমের নানা নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিমান বাহিনীর একটি দল আমাদের বাড়িতে এসে দেখা করেছে। তারা আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 

এ বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মন্ডল বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সরকারের নির্দেশনা অনুযায়ী, আমরা শোকাহত পরিবারটির জন্য যেকোনো ধরনের সহযোগিতায় সর্বদা প্রস্তুত রয়েছি।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন