প্রায় এক সপ্তাহ পর, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খানকে প্রধান করে গঠিন কমিটি দুর্ঘটনার কারণ, দায়দায়িত্ব, ক্ষতি নিরুপণ করবে।
রবিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গেজেট জারির পর থেকে চার সপ্তাহের মধ্য তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
এদিকে, সকারি হিসেবে এ পর্যন্ত মাইলস্টোন দুর্ঘটনায় ৩৪ জন মারা গেছেন। ৪ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। বর্তমানে ৩৪ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৪ জনের অবস্থা ক্রিটিক্যাল।
ডিবিসি/ এইচএপি