রাষ্ট্রীয় চরম অব্যবস্থাপনার কারণেই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। এর পেছনে কোনো দুরভিসন্ধি আছে কি না, তা সময়ই বলে দেবে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (২২শে জুলাই) সিলেটের দক্ষিণ সুরমায় '৩১ দফা বাস্তবায়নে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও এসএসসি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা' অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার সালাম বলেন, "রাষ্ট্রীয় চরম অব্যবস্থাপনার কারনেই মাইলস্টোন স্কুল এণ্ড কলেজে যুদ্ধবিমান আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। এর পেছনে কোনো দুরভিসন্ধি আছে কি-না সেটা সময়ই বলে দেবে।"
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দল হতাহতদের পাশে দাঁড়িয়েছে এবং এই সহায়তা অব্যাহত থাকবে। ব্যারিস্টার সালাম তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, "কিছু স্বার্থান্বেষী দল ও মহল নির্বাচনকে প্রলম্বিত করতে পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। পিআর পদ্ধতি বাংলাদেশের প্রেক্ষিতে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি নিয়ে আলোচনারও কোনো সুযোগ নেই।" তিনি বলেন, দেশের জনগণ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির ৩১ দফা রূপরেখা তুলে ধরেন এবং উন্নত ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ডিবিসি/আরএসএল