বাংলাদেশ, জাতীয়, শিক্ষা

মাউশি'র নতুন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ

আবু বকর

ডিবিসি নিউজ

সোমবার ৩১শে জানুয়ারী ২০২২ ০৯:৪৮:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়,  এটি একটি চলতি দায়িত্ব। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ হলে বর্তমান আদেশটি বাতিল হবে। মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক ১১ জানুয়ারি অবসরে যাওয়ায় পদটি শূন্য হয়।

এর আগে, ২০২০ সালের ২৫ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন অধ্যাপক নেহাল আহমেদ। এছাড়া, ইংরেজি সাহিত্যের শিক্ষক অধ্যাপক নেহাল আহমেদ ২০১৯ সালের ৫ মে থেকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন।

আরও পড়ুন