মাওয়া ও জাজিরা দুই প্রান্ত থেকে আজ শেষ ফেরি চলাচল করেছে। এই ঘাট দুটি থেকে আর ফেরি চলাচল করবে না।
দুই প্রান্তের মানুষের ফেরিকে ঘিরে রয়েছে নানান স্মৃতি। তারপরেও মানুষ অনেক খুশি। কারণ তারা এখন অল্প সময়ে পদ্মা সেতু হয়ে দুই প্রান্তে যাতায়াত করতে পারবেন।
মাওয়া প্রান্তে শেষ ফেরিটি যখন ঘাটে ভিড়লো-প্রতিক্ষার অবসান হলো জাজিরা প্রান্তে যাওয়া মানুষের। একটি একটি করে গাড়ি নামলো। নামলেন ফেরি ব্যবহারকারীরা। মাওয়া প্রান্তে থাকা মানুষ উঠলো শেষ ফেরিটিতে।
ফেরিঘাট, ফেরিকে ঘিরে নানা স্মৃতি থাকলেও সব ছাপিয়ে পদ্মা সেতু হওয়ায় আবেগে আপ্লুত সবাই। সুর্য যখন ডুবছে ঠিক তখনই জাজিরা থেকে ছাড়লো শেষ ফেরিটি।
আগামীকালের নতুন দিন পদ্মা পাড়ের মানুষ পাচ্ছে একটি নতুন সেতু। ফেরি ঘিরে যেমন আবেগ বা স্মৃতি, পদ্মার বুক চিড়ে যে সেতু সেটি কোটি প্রাণের দীর্ঘশ্বাসে নতুন আশার আলো।
শেষ ফেরিটি ছেড়ে গেছে, পুরনো স্মৃতিকে বিদায় জানিয়ে পদ্মা সেতুর সঙ্গে এখন সখ্যতা সেতুর দুই পাড়ের মানুষের।