বাংলাদেশ, রাজনীতি

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তার ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯শে ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

 

এর আগে, সোমবার সকালেও তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন । পরে কন্যা জাইমা রহমান আসেন ছোটচাচী শামিলা রহমানকে সাথে নিয়ে।

 

এদিকে রাতে মেডিকেল বোর্ড জানান, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া গত ২৩শে নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন