আন্তর্জাতিক, ভারত

মাকে ধর্ষণ ছেলের, মেয়েকে বাবা!

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৩ই ডিসেম্বর ২০১৯ ১২:৩৭:৫২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জোড়া ধর্ষণের খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। একই দিন ঔরঙ্গাবাদ জেলায় দুটি ধর্ষণের ঘটনা সামনে এসেছে প্রশাসন সূত্রে। ধর্ষণের ঘটনা দুটির এটি ঘটেছে ঔরঙ্গাবাদে। আর আপরটি ঘটেছে ঔরঙ্গাবাদের সাঁইনগরে। এনডিটিভি জানায়।  

ঔরঙ্গাবাদ জেলা শহরে  গত কয়েকমাস ধরে মাকে ধর্ষণ করছিল তারই ২০ বছরের ছেলে। নির্যাতনের শিকার ওই নারী স্থানীয় একটি হাসপাতালে কাজ করেন। সাত বছর আগে মৃত্যু হয় অভিযুক্তের বাবার। মায়ের অভিযোগ, স্বামীর মৃত্যুর পর থেকেই তার ওপর যৌন নির্যতন চালাতে শুরু করে নিজের গর্ভের সন্তান। এই অত্যাচার সহ্য করতে না পেরে অনেক আগেই মুখ খোলার চেষ্টা করেন ধর্ষিতা। তবে মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ছেলে। চুপ করে থাকার পরেও অত্যাচার বন্ধ না হওয়ায় বাধ্য হয়ে তড়কে সিড়কো থানায় নিজের ছেলের বিরুদ্ধে মুখ খোলেন মা। মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ছেলেকে। 

একই দিনে উঠে আসে আরও একটি ঘটনা। ঔরঙ্গাবাদ জেলার সাঁইনগরে নিজের তেরো বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই কিশোরির বাবাকে আটক করেছে পুলিশ। কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি পেশায় চৌকিদার। গত দু-বছর ধরে সে পরিবার নিয়ে সাঁইনগরে বাস করছে। 

আরও পড়ুন