আন্তর্জাতিক, আমেরিকা

মাচাদোর সঙ্গে নোবেল পুরস্কার ভাগাভাগির প্রস্তাবে রাজি ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো তার পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। ভেনেজুয়েলার এই নেত্রীর কাছ থেকে পুরস্কারটি গ্রহণের প্রস্তাবে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি শুনেছেন আগামী সপ্তাহে মাচাদো যুক্তরাষ্ট্রে আসছেন এবং তিনি তার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মাচাদো নিজের নোবেল পুরস্কারটি তাকে ‘উপহার’ হিসেবে দিতে চান জেনে ট্রাম্প মন্তব্য করেন, এটি গ্রহণ করা হবে তার জন্য ‘বিরাট সম্মানের’।

 

তবে ট্রাম্প ও মাচাদোর এই ‘নোবেল ভাগাভাগি’র পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নোবেল কমিটি। নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নোবেল ইনস্টিটিউট গত শুক্রবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়ে, নোবেল পুরস্কার হাতবদল বা ভাগাভাগি করার কোনো নিয়ম নেই। তাদের ভাষ্যমতে, একবার নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেলে তা আর প্রত্যাহার, ভাগাভাগি বা অন্য কাউকে হস্তান্তর করা যায় না। এ বিষয়ে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা সর্বকালের জন্য প্রযোজ্য।

 

নোবেল নিয়ে এই নাটকীয়তার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার দীর্ঘদিনের কূটনৈতিক টানাপড়েন কিছুটা কমতে শুরু করেছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, খুব শিগগিরই তাদের একটি কূটনীতিক দল ওয়াশিংটনে পৌঁছাবে। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার সূত্রে জানা গেছে, ভেনেজুয়েলা বিষয়ক মার্কিন ইউনিটের কূটনীতিক ও নিরাপত্তাকর্মীদের একটি দল ইতিমধ্যেই কারাকাসে পৌঁছেছে।

 

এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের আটকের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। ভেনেজুয়েলা সরকার এই ঘটনাকে ‘আগ্রাসন’ ও ‘অপহরণ’ বলে অভিহিত করলেও, দুই দেশের কূটনৈতিক মিশনগুলো পুনরায় চালু করার বিষয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সদ্য শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ওয়াশিংটনগামী প্রতিনিধিদলে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

নোবেলজয়ী মাচাদোর আসন্ন যুক্তরাষ্ট্র সফর বা হোয়াইট হাউসের সঙ্গে তার বৈঠকের বিস্তারিত আলোচ্যসূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে মাচাদো ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের অভিযোগে মাদুরো দম্পতিকে বিচারের মুখোমুখি করে ট্রাম্প যে ‘সাহসী’ পরিচয় দিয়েছেন, তাতে ভেনেজুয়েলার জনগণ কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা থেকেই তিনি তার নোবেল পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান। উল্লেখ্য, গত অক্টোবরে নোবেলজয়ী হিসেবে নাম ঘোষণার পর থেকে ট্রাম্পের সঙ্গে মাচাদোর আর কথা হয়নি। মাদুরোর শাসনামলের শেষ সময়ে তিনি আত্মগোপনে ছিলেন এবং নরওয়ের অসলোতে তার হয়ে পুরস্কার গ্রহণ করেছিলেন তার মেয়ে।

 

এত কিছুর পরেও মাচাদোর নেতৃত্বে ট্রাম্পের আস্থা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মাদুরোকে গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ট্রাম্প জানান, মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান ভারপ্রাপ্ত নেতা দেলসি রদ্রিগেজের সহযোগিতায় যুক্তরাষ্ট্রই এখন ভেনেজুয়েলা ‘চালাবে’। 

 

তথ্যসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন