মাছ ধরার ট্রলারে করে টেকনাফ থেকে কক্সবাজারে আনা বিপুল পরিমাণ ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। মঙ্গলবার (২৬শে আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে ওই ট্রলারের তেলের ড্রামে লুকানো ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- কক্সবাজার শহরের পেশকারপাড়ার আব্বাস উদ্দিন (৪৮), চকরিয়ার আবু তাহের (৪২), ফিরোজ (৩৮), মোস্তাক আহাম্মদ (৪০), নবী হোসেন (৩৮) জাফর আলম (৬৩), শাহাব উদ্দিন (৫৫), সেলিম (৬৮) এবং আবুল কালাম ওরফে কালু (৭০)।
র্যাব -১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, দীর্ঘ সময় গোয়েন্দা নজরদারির পর কক্সবাজার শহরের নাজিরারটেক এলাকায় অভিযান চালানো হয়। পরে ট্রলারটি ফিশারিঘাট এলাকায় নিয়ে তল্লাশি চালালে তেলের ড্রামের ভেতর কৌশলে লুকানো বিপুল ইয়াবা পাওয়া যায়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলারের মালিক ও ইয়াবা চালানের মূল অভিযুক্ত মো. বোরহান উদ্দিনের নাম উঠে এসেছে। তার নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে সাগরপথে ইয়াবাপাচারের সাথে জড়িত।
ডিবিসি/এমএআর