বাংলাদেশ, জেলার সংবাদ

মাজারে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: ধর্ম উপদেষ্টা

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১০ই আগস্ট ২০২৫ ০৭:২৪:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে মাজার, মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় হামলা ও ধ্বংসের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, এই ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং মামলা হওয়ামাত্রই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করবে।

রবিবার (১০ই আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

ধর্ম উপদেষ্টা বলেন, “সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারে বিচ্ছিন্নভাবে হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিস্তারিত প্রতিবেদন রয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি মামলা দায়েরসহ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।” তিনি স্পষ্টভাবে জানান, যারা ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে এসব হামলা চালাচ্ছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।

 

এ সময় ড. খালিদ হোসেন মাজার ও মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন, যাতে যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা যায়।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন