বাংলাদেশ

মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয়: রিজভী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৬ই সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৯:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া মহানবী (সা.)-এর শিক্ষা নয়।

তাঁর মতে, বর্তমানে মুসলিম সমাজ নিজেদের মধ্যে বিভাজিত হয়ে পড়ছে, যা রাসুলের ঐক্যের আদর্শের পরিপন্থী।

 

শনিবার (৬ই সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

রুহুল কবির রিজভী বলেন, 'আজ আমরা নিজেরা দ্বিধাবিভক্ত। আমরা কারো মাজার ভাঙছি। কোনো লাশ পুড়িয়ে দিচ্ছি। এটা তো রাসুলের শিক্ষা নয়।'

 

তিনি আরও বলেন, মহানবী (সা.) গণতন্ত্র ও রাষ্ট্রীয় চেতনার ক্ষেত্রে পৃথিবীর কাছে যে আদর্শ রেখে গেছেন, আমরা তা অনুসরণ করছি না। উল্টো নিজেদের ধর্ম ও ইসলামকে বিভিন্ন ফেরকা ও বিভাজনের মাধ্যমে বিভক্ত করছি। অথচ মহানবী (সা.) ছিলেন ঐক্যের প্রতীক।

 

রিজভী বলেন, মহানবীর রেখে যাওয়া আদর্শ ও আল্লাহর দেওয়া বাণী যদি আমরা সামান্যতমও অনুসরণ করতাম, তাহলে দেশ থেকে অন্যায়, অনাচার, কুপ্রবৃত্তি, পাপাচার, হানাহানি এবং রক্তারক্তি বন্ধ হয়ে যেত।

 

তিনি আক্ষেপ করে বলেন, যিনি আমাদের মডেল ও আদর্শের প্রতীক, তাঁকে আমরা অনুসরণ ও অনুকরণ করি না। এটাই মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।

 

মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন