খেলাধুলা, ক্রিকেট

মাঠে না থেকেও আলোচনায় সাকিব আল হাসান

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৩১শে অক্টোবর ২০২৫ ০৭:৩৪:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের ক্রিকেটে সাকিব আল হাসান অধ্যায় শেষ ধরে নেওয়া হলেও, তিনি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

এক বছরের বেশি সময় ধরে লাল-সবুজ জার্সি গায়ে না জড়ালেও, ভক্তরা তাকে প্ল্যাকার্ড-ব্যানারে স্মরণ করেন। যদিও বিষয়টি নিয়ে বিতর্ক কম নয়; বিসিবি থেকে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকলেও সাকিবের প্ল্যাকার্ড ও ব্যানার 'অদৃশ্য নিয়মে' এখন ব্রাত্য হয়ে পড়েছে। একসময় সাকিব আল হাসান ও বাংলাদেশের ক্রিকেট সমার্থক ছিল।

 

বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে তিনি লাল-সবুজের পতাকাকে শীর্ষে নিয়ে গিয়েছিলেন। তবে গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী সরকারের অংশ হওয়ায় সাকিবের ক্যারিয়ারে 'ফুলস্টপ' পড়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর এক বছর কেটে গেলেও, দেশের মাটিতেও তার পা রাখার সুযোগ মিলছে না। 

 

সাকিবের গুরু ও বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান নাজমুল আবেদিন ফাহিমও ক্রিকেটার সাকিবকে স্মরণ করেছেন। মাঠের খেলায় 'অলিখিত নিষিদ্ধ' হলেও ভক্তদের মন থেকে এই নাম মুছে ফেলা কঠিন। এখনও মাঠে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে গিয়ে ভক্তরা বাধার মুখে পড়েন, কখনও বা সাকিববিরোধীদের আপত্তিতে কিল-ঘুষির শিকার হন। 

 

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে সংঘর্ষও হয়েছে। বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন প্ল্যাকার্ডে নিষেধাজ্ঞা না থাকার কথা জানালেও, কেন সেগুলো মাঠে নেওয়া যায় না, তা অজানাই রয়ে গেছে। প্রতিবেদনে সাকিবকে দেশের ক্রিকেটের 'গ্রেটেস্ট' এবং একই সাথে 'সবচেয়ে বিতর্কিত' ক্রিকেটার হিসেবে উল্লেখ করে 'আশ্চর্য চরিত্র' বলা হয়েছে, যিনি ভক্তদের আবেগ যেমন কুড়িয়েছেন, তেমনি বিতর্কিত কর্মকাণ্ডে 'হেটার্স'ও বাড়িয়েছেন।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন