রাজনৈতিক মাঠের উত্তাপের বাইরে ক্রিকেটের উন্মাদনায় গা ভাসালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২০শে জুলাই) পাকিস্তান-বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন তিনি।
আজ খেলার শুরুর আগেই স্টেডিয়ামে দেখা যায় মির্জা ফখরুলকে। দলের প্রতি সমর্থন জানাতেই তার এই আগমন বলে জানা গেছে। পাকিস্তানের ব্যাটিং ইনিংস চলাকালীন তিনি খেলা উপভোগ করেন। তবে, পাকিস্তান দলের ব্যাটিং শেষ হওয়ার আগেই তিনি স্টেডিয়াম ত্যাগ করেন।
এদিকে, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও এদিন খেলা দেখতে এসেছিলেন। সঙ্গে ছিল তার ছেলেও। গ্যালারিতে বসে তাদের খেলা উপভোগ করতে দেখা যায়।
দীর্ঘদিন পর ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পাকিস্তান সিরিজকে ঘিরে দর্শক উপস্থিতির যে শঙ্কা ছিল, তা প্রথম ম্যাচেই কেটে গেছে। স্টেডিয়ামের গ্যালারিগুলো ছিল দর্শকে পরিপূর্ণ। বিশেষ করে পূর্ব গ্যালারি, আবু সাইদ স্ট্যান্ড এবং ক্লাব হাউজ ছিল কানায় কানায় পূর্ণ, যা ক্রিকেটারদের নিঃসন্দেহে অনুপ্রাণিত করেছে। এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১১০ রানে অলআউট হয়ে যায়।
ডিবিসি/আরএসএল